রোদ-বৃষ্টি আর হিমেল হাওয়ার সঙ্গী হয়ে টিনের ছায়লায় বসবাস করতেন স্ত্রী, সন্তান ও অন্ধ মাকে নিয়ে। বর্ষাকালে ভাঙ্গা বেড়া ও টিনের ছায়লার ফুটা দিয়ে বৃষ্টির ছিটা আসত।শীতের দিনে ঠান্ডায় জমে যেত বিছানাপত্র।অচল দুটি পা ও শ্বাস কষ্ট নিয়ে ভিক্ষা করে...